পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযানে কমপক্ষে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। মঙ্গলবার সকাল থেকে ফিলিস্তিনি শহর নাবলুসে অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। এসময় পাঁচ সশস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি বাহিনী। এছাড়া আরও একজন নিরস্ত্র ব্যক্তিও এই ঘটনায় নিহত হন। এ খবর দিয়েছে আল-জাজিরা।
ফিলিস্তিনিএর ফাতাহ মুভমেন্ট জানিয়েছে, ব্যাপক সংখ্যক ইসরাইলি নিরাপত্তা বাহিনী নাবলুসে প্রবেশ করে অভিযান শুরু করে। এই অভিযানে নিহত হওয়া ফিলিস্তিনিরা হচ্ছেন, আলি খালেদ অন্তর (২৬), মিশাল বাগদাদি (২৭), ওয়াদি আল-হাওয়া (৩১), হামদি কায়িম (৩০) এবং হামদি মোহাম্মদ শারাফ (৩৫)। পরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, নবি সালেহ গ্রামে এক নিরস্ত্র তরুণও গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তার বয়স ছিল ১৯ বছর।
ইসরাইলের তরফ থেকে শুধু জানানো হয়েছে যে, তাদের বাহিনী নাবলুসে অভিযান চালাচ্ছে। তবে এর বিস্তারিত কিছু এখনও প্রকাশ করা হয়নি।
ইসরাইলের অভিযান বন্ধে দেশটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি এই অভিযানকে ‘আগ্রাসন’ বলে আখ্যায়িত করেছেন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরাইলি সেনারা তাদেরকে আহতদের উদ্ধার করতে দিচ্ছে না।
ফিলিস্তিনি সোর্সের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, ইসরাইলি সেনারা বিভিন্ন ছাদের উপরে স্নাইপার মোতায়েন করেছে। এছাড়া তারা ড্রোন ব্যবহার করে হামলা করছে। এছাড়া একটি বেসামরিক গাড়িতেও হামলা করেছে ইসরাইলি সেনারা। এ রিপোর্ট লেখার সময়েও সেখানে সংঘাত অব্যাহত আছে।











