সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি দেশি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ মাসুদ রানা পারভেজ প্রকাশ বিজয় (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) রাতে যুগী চাঁদ মসজিদ লেইন থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাসুদ রানা পারভেজ প্রকাশ বিজয় একই থানার মোগলটুলী কাঁচাবাজার মাতব্বর মসজিদ জালাল সওদাগরের বাড়ীর আব্দুস সাত্তারের ছেলে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারবাড়ী এলাকা থেকে একটি দেশি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ মাসুদ রানা পারভেজ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরের সদরঘাট ও ডবলমুরিং থানাসহ বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। গ্রেফতার মাসুদ রানা পারভেজকে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।









