নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার, ২০ জেলেকে জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করায় ২০ জেলেকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৩ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ২২ জন জেলে, একটি ট্রলারসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যামে তাদের জরিমানা করেন বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খন্দকার মাহমুদুল হাসান।
পরে জব্দ হওয়া উপকরণ ছনুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. কালুর জিম্মায় দেওয়া হয়। এসময় প্রায় ৮০ কেজি ইলিশ মাছ ১০টি এতিমখানা ও মাদ্রাসায় দান করা হয়।

বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান বলেন, আটককৃত ২২ জন জেলের মধ্যে ২ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি ২০ জনের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় ৫ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ট্রলারের মালিকপক্ষ থেকে তাৎক্ষণিক আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।