সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সীতাকুণ্ড থানার মহাদেবপুর এলাকা থেকে দুইটি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আবু জাফর, সীতাকুণ্ডের দক্ষিণ মহাদেবপুর মোহসেন বেপারীর বাড়ীর মৃত আব্দুল আজিজের ছেলে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সীতাকুণ্ড থানার মহাদেবপুর এলাকা থেকে দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. আবু জাফরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরও ১৫ মামলা রয়েছে। পরবর্তীতে সীতাকুণ্ড পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড কলি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে টয়লেটের ছাদের ওপর থেকে পলিথিন মোড়ানো একটি দেশীয় তৈরি বন্দুক এবং তিনটি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। শর্টগান উদ্ধারের ঘটনায় সীতাকুণ্ড থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের মামলা করা হয়েছে।