অধিনায়কদের নিয়ে জন্মদিন পালন বাবরের

রাত পোহালেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফ্রেমবন্দি হয়েছেন টুর্নামেন্টে অংশ নেয়া ১৬ দলের অধিনায়ক। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে সেই ছবি শেয়ার করেছে আইসিসি। এরপর অধিনায়কদের উপস্থিতিতে নিজের জন্মদিন পালন করেন পাকিস্তানের দলনেতা বাবর আজম।

আজ ১৫ই অক্টোবর, ২৮ বছর বয়সে পা রাখলেন বাবর আজম। তার জন্মদিনের ছবি ফেসবুক পেজে শেয়ার করে আইসিসি লিখেছে, ‘শুভ জন্মদিন বাবর আজম। কেকটা দেখতে ভালোই লাগছে।’
তার আগে ১৬ দলের অধিনায়ক শিরোপা নিয়ে ছবি তোলেন। আইসিসির ফ্রেমে বন্দি হয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, পাকিস্তানের বাবর আজম, ভারতের রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, আফগানিস্তানের মোহাম্মদ নবী, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, ইংল্যান্ডের জস বাটলার, জিম্বাবুয়ের ক্রেইগ অরভিন, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন, আয়ারল্যান্ডের অ্যান্ড্রু বালবির্নি, আরব আমিরাতের সিপি রিজওয়ান, শ্রীলঙ্কার দাসুন শানাকা, নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডস ও নামিবিয়ার জেরহার্ড এরাসমাস।