রোহিঙ্গাদের জন্য ৬ মিলিয়ন ডলার ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। এ জন্য জোটটিকে ধন্যবাদ জানিয়েছে জাতিসংঘ। এই অর্থ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর মাধ্যমে পাঠানো হবে। ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইউএনএইচসিআর। সোমবার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, রোহিঙ্গাদের নিরাপত্তা এবং কল্যানে এই অর্থ ব্যয় করা হবে। পাশাপাশি, তাদের আইনি সহায়তা এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলায় এই অর্থ কাজে লাগবে। রোহিঙ্গা শিশুদের সুরক্ষায়ও ব্যয় করা হবে এ অর্থ।
বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআর-এর প্রতিনিধি জোহানস ভন ডার ক্লাউ এক বিবৃতিতে বলেন, প্রায় ছয় বছর ধরে কক্সবাজারের স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের জন্য মানবিক সাহায্য কার্যক্রম চলছে। এই সময়ে ইউরোপীয় ইউনিয়ন যেভাবে ইউএনএইচসিআরের কার্যক্রমকে সমর্থন যুগিয়ে গেছে তা ‘অমূল্য’। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার কার্যক্রমের প্রধান অ্যানা ওরলান্দিনি বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা রয়েছে। তাদের পরিস্থিতি অত্যন্ত শোচনীয় এবং তাদের এখন প্রচুর সহায়তা প্রয়োজন।











