চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ১২ ই অক্টোবর চট্রগ্রাম শহরকে মিছিলের নগরীতে পরিনত করতে হবে। দেশের মানুষ আজ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই, মানুষের বাক স্বাধীনতা নেই, সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই আইন প্রয়োগকারী সংস্থা তাকে ধরে নিয়ে মিথ্যা মামলা, হামলা, নির্যাতনের শিকার হতে হয়। গতকাল নগরের স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রাসেলকে আইনশৃঙ্খলা বাহিনী উঠিয়ে নিয়ে গেছে। এখনো পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। এতে বুঝা যায় দেশের আইন—শৃঙ্খলা পরিস্থিতি কত ভয়ানক হলে এই অবস্থা হয়। আমরা অনতিবিলম্বে থানায় হাজির করার প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
তিনি আজ শনিবার (৮ অক্টোবর) আগামী ১২ই অক্টোবর বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে বন্দর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমান সরকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ব্যবহার করে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে দমন করছে। এই সরকার এক যুগের অধিক সময় ধরে ক্ষমতায় থেকে রাজনৈতিক দমন—পীড়ন, অত্যাচার—নির্যাতনে লিপ্ত হয়েছে। তাই চলমান আন্দোলন হচ্ছে নজিরবিহীন বিদ্যুৎ লোডশেডিং, জ্বালানি মূল্য বৃদ্ধি, নিত্য পণ্য মূল্য বৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি, পুলিশের গুলিতে নিহত নুরে আলম, আব্দুর রহিম, শাওনের মৃত্যুর প্রতিবাদে ও গণতন্ত্রের মাতা দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মুক্তি দাবীতে। এই চট্টগ্রাম থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা করেছেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের কোনো জোরালো পদক্ষেপ নেই। যার ফলে প্রতিটি ক্ষেত্রে আজ চরম দুর্নীতি আর দুর্নীতি। সাধারণ মানুষ আজ খুব অসহায়। আগামী ১২ তারিখের এই সমাবেশ আমাদের জন্য ঐতিহাসিক সমাবেশ। তাই আমাদেরকে সমাবেশকে সফল করতে হবে। এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে । আগামী ১২ অক্টোবর তারিখের সমাবেশে প্রতিটি ওয়ার্ড থেকে মিছিলে মিছিলে সমাবেশে যোগ দেওয়ার জন্য প্রচার প্রচারণা চালিয়ে যেতে হবে।
বন্দর থানা বিএনপির প্রস্তুতি সভা থানা বিএনপির সভাপতি হাজী হানিফ সওদাগরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহিদুল হাছানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সিঃ সহ সভাপতি হাছান মুরাদ,সিঃ যুগ্ম সম্পাদক মোঃ হারুন, যুগ্ম সম্পাদক জাহাগীর, সাবেক সহ সাংগঠনিক মোঃ সেলিম,সাবেক সহ আইন বিষয়ক মোঃ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির মুহাম্মদ, আসলাম কোং, ৩৮ নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জাহেদ,৩৭ নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাছান ৩৭ নং ওর্য়াড বিএনপির সিঃ সহ সভাপতি হারুন, ৩৭নং ওর্য়াড বিএনপি সহ সভাপতি আরজু, ৩৬ নং ওর্য়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল, বিএনপি নেতা সাইফুল, জামান,ইউচুপ কোং,বক্কর, আলী আজম, মনা,দেলোয়ার, সফিউল, ইয়াছিন, আজম, এসকান্দর,রাহুল,অভি,সুভ প্রমূখ নেতৃবৃন্দ।











