আটক নেতাদের মুক্তির দাবিতে সিএমএম কোর্টের সামনে নূরের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় গণঅধিকার পরিষদের আহত নেতাকর্মীদের হাসপাতাল থেকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আটক সেই নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান নিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এসময় তার সঙ্গে দলের শতাধিক নেতাকর্মীও অবস্থান নিয়েছেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টন এলাকার জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে গুলিস্তান, রায়সাহেব বাজার এলাকায় হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে অবস্থান নেন তারা।

এসময় নুরুল হক নুর বলেন, আমার ভাইদের মুক্তি দেন, না হলে আমরাও স্বেচ্ছায় কারাবরণ করতে এসেছি। আমাদেরও নিয়ে যান।

উল্লেখ্য, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ডাকা স্মরণসভা কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ। এতে ছাত্র অধিকার পরিষদের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। পরে আহত নেতাকর্মীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেও আরেকদফা হামলা ছাত্রলীগ। সন্ধ্যায় হাসপাতাল থেকে আহত নেতাদের আটক করে আদালতে পাঠায় পুলিশ।