শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দায়ের করা মামলার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত দেয়া হয়েছে আদালতের তরফ থেকে। সংস্থাটি শুক্রবার এক বিবৃতিতে আদালতের সিদ্ধান্তের কথা জানায়। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, শুধু গোটাবাইয়া একাই নন, দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক দুই গভর্নরের বিরুদ্ধেও মামলা কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছে আদালত। স্বাধীনতার পর শ্রীলঙ্কার সবথেকে ভয়াবহ অর্থনৈতিক সংকটের পেছনে এই ব্যক্তিরা জড়িত আছে বলে দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের। তাই এই সংকটের পেছনে তাদের ভূমিকা ও ব্যর্থতার দায় নিশ্চিত করতে মামলা দায়ের করে সংস্থাটি।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আইন অনুযায়ী দায়মুক্তি পেয়ে থাকেন। তবে পদ ছাড়ার কারণে গোটাবাইয়া আর সেই সুযোগ পাচ্ছেন না। সুপ্রিম কোর্টে বিচারকদের পাঁচ সদস্যের বেঞ্চ শুক্রবার সে ঘোষণাই দিয়েছে। অর্থনৈতিক সংকট এবং খাদ্য, ওষুধ ও জ্বালানির ঘাটতিতে তুমুল বিক্ষোভ ও ব্যাপক জনঅসন্তোষের মুখে জুলাইয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন গোটাবাইয়া। তার পদত্যাগের পর রণিল বিক্রমাসিংহে দেশটির প্রেসিডেন্ট হন।
তাকে গোটাবাইয়ার পক্ষের বলেই মনে করেন শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা। রণিল প্রেসিডেন্ট হওয়ার পর সিঙ্গাপুর, থাইল্যান্ডে কয়েক সপ্তাহ থাকার পর আবার দেশে ফিরে আসেন গোটাবাইয়া।










