কোলজুড়ে এলো চার সন্তান

সরকারি সাউদার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ভূমিষ্ঠ হয়েছে চার সন্তান। এদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।

কক্সবাজারের মহেশখালী পৌরসভার সিকদার পাড়া এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী ওমর ফারুকের স্ত্রী কোহিনুর আক্তার (২৪) চার সন্তানকে পেয়ে খুশি।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তার সিজারিয়ান অপারেশন করেন হাসপাতালের প্রসূতি বিভাগের প্রধান ডা. নাছিমা আকতার।

ওমর ফারুক-কোহিনুর আক্তার দম্পতির তিন বছর বয়সী আরও এক কন্যাসন্তান রয়েছে, যার জন্ম হয় অস্ত্রোপচার ছাড়াই।

সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আবুল মনসুর মো. দিদারুল আলম বলেন, প্রসূতি ও চার নবজাতক সুস্থ আছে।