১০ অক্টোবর সিইউজে নির্বাচন

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। শনিবার ( ২৪ সেপ্টেম্বর ) এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর ২০২২ বেলা ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ , ৩০ সেপ্টেম্বর ২০২২ দুপুর ২টা থেকে বিকেল সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। ১ অক্টোবর ২০২২, বিকেল ৩টা মনোনয়নপত্র বাছাই ও খসড়াপ্রার্থী তালিকা প্রকাশ , ২ অক্টোবর ২০২২ দুপুর ১২ টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ৩ অক্টোবর ২০২২ বিকেল ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এবং ১০ অক্টোবর ২০২২, সকাল ৯টা থেকে বিকেল ৪টা বিরতিহীন ভাবে ভোটগ্রহণ করা হবে এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।