মাদকের মামলায় ২০১৫ সালে ১৪ জানুয়ারি সাজা হয়। সেই সাজা এড়াতে ছিলেন ৭ বছর ৮ মাস ৮ দিন পলাতক।
তবে শেষ রক্ষা হয়নি।
বুধবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নগরের ফিরোজ শাহ এলাকা থেকে মো.জিয়া তৌহিদকে (৫৭) গ্রেফতার করে আকবর শাহ থানা পুলিশ।
মো.জিয়া তৌহিদ নগরের আকবর শাহ থানার পূর্ব ফিরোজ এলাকার মৃত এম বি তৌহিদের ছেলে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন আকবর বলেন, নোয়াখালী জেলার সুধারাম থানায় ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. জিয়া তৌহিদের বিরুদ্ধে মামলা হয়। আদালত ২০১৫ সালের ১৪ জানুয়ারি দোষী সাব্যস্ত করে ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় নগরের ফিরোজ শাহ এলাকা থেকে বুধবার দিবাগত রাতে মো. জিয়া তৌহিদেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।









