বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.তসলিম (৪২) নামের এক কৃষক মারা গেছেন।
নিহত তসলিম উপজেলার কধুরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওয়ারিস মুন্সির বাড়ীর মৃত মুন্সি মিয়ার ছেলে।
১৯ সেপ্টেম্বর, সোমবার সকাল সাড়ে ১০টার সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে কলা গাছ কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
কধুরখীল ইউনিয়ন পরিষদের সদস্য কোহিনূর আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তসলিমের দুই ছেলে এক মেয়ে রয়েছে। তিনি কৃষিকাজের পাশাপাশি মুদির দোকান করতেন।











