চীনের আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষার কথা বললেন বাইডেন

চীন আক্রমণ করলে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র। আবারও একবার তাইওয়ানের পাশে থাকার স্পষ্ট ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিবিএস-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। রোববার টেলিভিশনে প্রচারিত এই অনুষ্ঠানের মাধ্যমে বাইডেন নিশ্চিত করেন যে, তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি অপরিবর্তিত রয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।

সাক্ষাৎকারে বাইডেনকে প্রশ্ন করা হয়, তাইওয়ানকে রক্ষায় মার্কিন বাহিনী কাজ করবে কিনা। উত্তরে বাইডেন ‘হ্যা’ বলেন। ওয়াশিংটন বরাবরই তাইওয়ান ইস্যুতে ‘কৌশলগত অস্পষ্টতা’র পথ অনুসরণ করেছে। দেশটি সরাসরি কখনও তাইওয়ানকে রক্ষার প্রতিশ্রুতি দেয়নি আবার বিষয়টিকে একেবারে উড়িয়েও দেয়নি।

তাইওয়ান একটি স্বশাসিত দ্বীপ, তবে বেইজিং তাকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে। এ নিয়ে বেইজিং-এর সঙ্গে দীর্ঘ কূটনৈতিক দ্বন্দ্বে জড়িয়েছে ওয়াশিংটন। আবার একইসঙ্গে তারা চীনের ‘এক চীন’ নীতিও মেনে চলে।

এ নীতির অধীনে তাইওয়ান চীনেরই অংশ। এ কারণে তাইওয়ানকে এখনও স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র এবং দ্বীপটির সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্কও নেই।
সিবিএস-কে বাইডেন বলেন, এক চীন নীতি একদিকে আর স্বাধীনতা নিয়ে তাইওয়ানের সিদ্ধান্ত আরেক দিকে। আমরা কোনোদিকেই সরে যাচ্ছি না, তাইওয়ানকেও স্বাধীন হতে উৎসাহিত করছি না। এটি পুরোপুরি তাদের নিজেদের সিদ্ধান্ত। যদিও গত মে মাসে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তাইওয়ান আক্রমণের শিকার হলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে তা প্রতিহত করবে। এরপর দ্রুতই আবার হোয়াইট হাউস থেকে বলা হয়েছিল যে, এক চীন নীতির বিষয়ে এখনও তারা অবিচল।