রোনালদোর প্রথম গোল, ম্যানইউর জয়

প্রথমবারের মতো ইউরোপা লীগে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানইউর জার্সিতে অভিষেকটা ভালো হয়নি পর্তুগিজ সুপারস্টারের। প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে যায় রেড ডেভিলরা। দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরেছে ইউনাইটেড। বৃহস্পতিবার মলদোভার জিমব্রু স্টেডিয়ামে স্বাগতিক শেরিফ টিরাস্পোলকে হারায় ম্যানইউ। ২-০ গোলের জয়ে একটি করে গোল করেছেন জ্যাডন সানচো ও রোনালদো।

চলতি মৌসুমে এটিই প্রথম গোল রোনালদোর। ইউরোপা লীগেও। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে আট ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবকটি ম্যাচই খেলেছেন রোনালদো। শেরিফ ম্যাচের আগে শুরুর একাদশে থেকে কোনো জয় পাননি পর্তুগিজ তারকা।

প্রথম একাদশে থেকে দুই ম্যাচ খেলে দুটিতেই হারের স্বাদ পান তিনি। অর্থাৎ, শেরিফের বিপক্ষে শুরুর একাদশে খেলে মৌসুমে প্রথম জয় পেলেন রোনালদো।
ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় ম্যানইউ। দলকে লিড এনে দেন জ্যাডন সানচো। এ মৌসুমে তৃতীয় গোল করলেন ইংলিশ তারকা।

৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। শেরিফের বক্সে ডিয়েগো ডালট ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে ক্লাব ক্যারিয়ারের ৬৯৯তম গোল করেন রোনালদো।

রোনালদোর গোল প্রাপ্তিতে খুশি ম্যানইউ কোচ এরিক টেন হাগ। ম্যাচশেষে তিনি বলেন, ‘রোনালদোর একটা গোল প্রয়োজন ছিল। (এ মৌসুমে) বেশ কয়েকবার (গোলের) কাছাকাছি ছিল সে। তার চেষ্টার কমতি ছিল না। আমরা তার জন্য আনন্দিত। দলও তার গোলের জন্য সর্বাত্মক চেষ্টা করেছে।’
জ্যাডন সানচোর প্রশংসা করে টেন হাগ বলেন, ‘তার জন্যও (জ্যাডন) খুশি আমি। আরেকবার গোল করলো। প্রাক-মৌসুমে অনেক গোল পেয়েছে। আমার মনে হয়, মৌসুমে এটি তার তৃতীয় গোল। দারুণ খেলছে সে। কিন্তু আমি মনে করি, তার আরো উন্নতির জায়গা রয়েছে। কারণ তার অনেক স্কিল রয়েছে। সে আরো ভালো করতে পারে।’

ইউরোপা লীগের ‘ই’ গ্রুপের অন্য ম্যাচে ওমোনিয়াকে ২-১ গোলে হারায় রিয়াল সোসিয়েদাদ।
টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে সোসিয়েদাদ। ২ ম্যাচে ১ জয় ও ১ হারে দুইয়ে ম্যানইউ। সমান পয়েন্ট নিয়ে তিনে শেরিফ। গোল পার্থক্যে এগিয়ে ইউনাইটেড। দুই ম্যাচে সাইপ্রাসের ক্লাব ওমোনিয়ার অর্জন শূন্য।