চবি বিএনসিসি ক্যাডেটদের মাঝে ড্রামসেট ইন্সট্রুমেন্ট সামগ্রী বিতরণ

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় উপাচার্য মহোদয়ের অনুদান তহবিল হতে চবি বিএনসিসি ক্যাডেটদের মধ্যে ড্রামসেট ইন্সট্রুমেন্ট সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠান ১৫ সেপ্টেম্বর ২০২২ সকাল ৯:৩০ টায় চবি বিএনসিসি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং ক্যাডেটদের মধ্যে সামগ্রীসমূহ বিতরণ করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি বিএনসিসি সমন্বয় কর্মকর্তা লেঃ প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি বিএনসিসি’র পিইউও ড. সোহাগ মিয়া।
মাননীয় উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বিএনসিসি ক্যাডেটবৃন্দসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, চবির বিএনসিসি ক্যাডেটবৃন্দ বিশ^বিদ্যালয়ের একটি চৌকষ দল। বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানাদিতে শান্তি-শৃংখলা রক্ষায় তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। মাননীয় উপাচার্য বিএনসিসি ক্যাডেটবৃন্দকে প্রদত্ত বিভিন্ন উপহার সামগ্রী ব্যবহারে যতœবান হওয়ার পরামর্শ দেন এবং তাদের কর্মতৎপরতা অব্যাহত রাখার আহবান জানান। অনুষ্ঠানে বিএনসিসি’র পক্ষ থেকে মাননীয় উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পূর্বাহ্নে চবি বিএনসিসি’র ক্যাডেটবৃন্দ মাননীয় উপাচার্যকে গার্ড অব অনার প্রদান করে।
অনুষ্ঠানে চবি বিএনসিসি’র কর্মকর্তাবৃন্দ, ক্যাডেটবৃন্দ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।