চকবাজার থানার কাঁচাবাজার ফুটপাতের ময়লা কাগজপত্র কুড়ানোর সময়ে বিদ্যুৎস্পৃষ্টে পেয়ারা বেগম (২৭) নামে এক তরুণীর মারা গেছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
পেয়ারা বেগম (২৭) চকবাজার থানার শান্তিনগর বগারবিল পোড়া কলোনির মো. রুবেল হোসেনের স্ত্রী।
হাসপাতালে আনয়নকারীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, চকবাজার কাঁচা বাজারের সামনের সড়কের ফুটপাতের ময়লা কাগজপত্র কুড়ানোর সময়ে পেয়ারা বেগম নামে এক গর্ভবতী মহিলা বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে বৈদ্যুতিক তার ছিঁড়ে নিচে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে হন। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।











