বিতর্ক সংগঠন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) ১৭তম সিইউডিএস ডিবেট এন্ড পাবলিক স্পিকিং ওয়ার্কসপ ২০২২ এর সমাপনী অনুষ্ঠান ১৪ সেপ্টেম্বর ২০২২ দুপুর ১২:৩০ টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউডিএস এর মডারেটর চবি আইন বিভাগের প্রফেসর এ বি এম আবু নোমান।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে সিইউডিএস এর সদস্যবৃন্দসহ উপস্থিত সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, সিইউডিএস এ বিশ^বিদ্যালয়ের অত্যন্ত সমৃদ্ধ একটি বিতর্ক সংগঠন। এ সংগঠনের শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে যে ভূমিকা পালন করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। মাননীয় উপাচার্য বলেন, বিতর্ক একটি নান্দনিক শিল্পকর্ম। তিনি বলেন, শুধু তর্কের খাতিরে তর্ক নয়; যুক্তির মাধ্যমে অন্যের মতামত খন্ডন করাই হচ্ছে বিতর্কের অন্যতম লক্ষ্য। এ সকল সৃজনশীল কর্মকান্ডের ফলে একদিকে যেমন শিক্ষার্থীদের মেধা-মনন বিকশিত হয় অন্যদিকে পরমত সহিষ্ণুতা, ভ্রাতৃত্ববোধ সর্বোপরি অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে প্রেরণা যোগায়। মাননীয় উপাচার্য সিইউডিএস এর কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার আহবান জানান। পরে মাননীয় উপাচার্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সিইউডিএস’র বাংলা বিতর্ক সম্পাদক জনাব শেখ সাদিয়া ছিদ্দিকা’র সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিইউডিএস’র সভাপতি জনাব মোহাম্মদ হাসিব খান। অনুষ্ঠানে সিইউডিএস’র বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।











