রাশিয়ার হাত থেকে আরও ভূমি উদ্ধার করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির দাবি শুধু সেপ্টেম্বর মাসেই তারা ৬ হাজার বর্গকিলোমিটার অঞ্চল উদ্ধার করেছে। দেশের পূর্ব এবং দক্ষিণাঞ্চলে এই সফলতা পেয়েছে বলে জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি। যদিও বৃটিশ গণমাধ্যমটি জানিয়েছে, জেলেনস্কির দাবি তারা যাচাই করতে পারেনি।
এদিকে রাশিয়ার তরফ থেকেও স্বীকার করা হয়েছে যে খারকিভ অঞ্চলে বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। মস্কো বলছে, পুনরায় সংগঠিত হওয়ার জন্য তারা সেনাদের প্রত্যাহার করেছে। মস্কো সম্প্রতি ওই অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের বিষয়টিকে ইউক্রেনের পূর্বে লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলে ফোকাস করার লক্ষ্যে ‘পুনরায় দলবদ্ধ’ করার কথা বলছে।
সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন যে, ইউক্রেনীয় বাহিনী তাদের পাল্টা আক্রমণে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ লাভ করেছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। রাশিয়া এখনো দেশের প্রায় এক পঞ্চমাংশ দখল করে আছে। কিন্তু বিশ্লেষকদের অনেকেই রুশ সেনাদের পশ্চাদপসরণকে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বর্ণনা করছেন।
৬ মাসের বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ।
সম্প্রতি খারকিভে পাল্টা প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলে ইউক্রেনের সেনারা। ইউক্রেনের দাবি, ক্রেমলিনের সেনারা পিছু হটছে। গত ৬ সেপ্টেম্বর পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। দেশটির উত্তর-পূর্বে রাশিয়ার প্রতিরক্ষা বেড়াজালকে ভেঙে ফেলেছে তারা।
যদিও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেনের দখল করা শহরগুলোতে রাশিয়া হামলা অব্যাহত রেখেছে। এবং যতদিন না এই অভিযানের মূল উদ্দেশ্য সফল হয় ততদিন অভিযান অব্যাহত থাকবে।











