বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে চবি উপাচার্য ও উপ-উপাচার্যের শোক

জাতীয় সংসদের উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জনাব সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর (মরহুমার) শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এ প্রবীণ রাজনীতিবিদের মৃত্যু শোক যাতে তাঁর পরিবার-পরিজন কাটিয়ে উঠতে সক্ষম হন তারজন্য মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য পরম করুণাময় সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেছেন।
মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য এক শোক বাণীতে বলেন, এ প্রথিতযশা রাজনীতিবিদ ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী। বাংলাদেশ আওয়ামী লীগ ও দেশ-জাতির যে কোন ক্রান্তিকালে এ বর্ষীয়ান রাজনীতিবিদ তাঁর মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে জাতিকে সঠিক পথ দেখিয়েছেন। প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।