চট্টগ্রামে পানি ডুবে শিশুর মৃত্যু

পাহাড়তলী থানার সরাইপাড়া লাল মিস্ত্রি বাড়ীর পুকুরে ডুবে সাইফুল ইসলাম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে এই র্দুঘটনা ঘটে।

সাইফুল ইসলামের পরিবার ওই এলাকার হুমায়ুন কবিরের বাসায় ভাড়া থাকেন। তার বাবার নাম জয়নাল আবেদিন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।

হাসপাতালে আনায়নকারীদের বরাত দিয়ে নুরুল আলম আশেক বলেন, সকাল সাতটার দিকে সাইফুল ইসলাম পুকুরে সাঁতার কাটতে নামলে পানিতে ডুবে যায়। পরে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে দুপুর পৌনে একটার দিকে চমেক হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সী কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।