শাহজাদপুরে বিল এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার

শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোরশাল বিল এলাকায় ফসলি মাঠে আব্দুল আলীম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার ঘোরশাল বিল এলাকায় একটি নির্জন স্থানে আব্দুল হকের পুত্র আব্দুল আলীমের লাশ দেখতে পায় গ্রামবাসী। পরে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। স্থানীয় এলাকাবাসী জানান, নিহত ব্যক্তি একজন গার্মেন্টকর্মী। অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম জানান, আমরা লাশ উদ্ধার করেছি তবে তার হাতে একটি বিষের বোতল পাওয়া গেছে। তবে এটা আত্মহত্যা নাকি হত্যা পোস্টমর্টেম রিপোর্ট আসলে প্রকৃত রহস্য জানা যাবে।