রুশ ‘সন্ত্রাসীদের’ মিসাইলে বিদ্যুৎহীন ইউক্রেনের একাংশ: জেলেনস্কি

রাশিয়ার মিসাইল হামলায় রোববার ইউক্রেনের একাংশ বিদ্যুৎহীন হয়ে যায়। প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আক্রমণ হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খারকিভ এবং দনেতস্ক অঞ্চলে একেবারেই বিদ্যুৎ ছিল না। যদিও দনেতস্কের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে বিদ্যুত ছিল। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়, ইউক্রেনের সুমি, দনেপ্রোপেত্রোভস্ক, পোলতাভা, জাপোরোঝিয়া এবং ওডেসাও অন্ধকারে ডুবে যায়। এ জন্য রাশিয়াকে ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন জেলেনস্কি। যদিও এখনও এমন হামলার বিষয়ে মস্কো কিছু জানায়নি, স্বীকার কিংবা অস্বীকার কিছুই করা হয়নি তাদের তরফ থেকে। ইউক্রেনের দাবি, কৃষ্ণ সাগরে থাকা রাশিয়ার জাহাজ থেকে ক্রুজ মিসাইল ছুড়ে এসব স্থাপনা ধ্বংস করা হয়েছে।

বিদ্যুৎহীন হয়ে যাওয়ায় ইউক্রেনের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। দেশটির রেলগুলো ছাড়তে দেরি করেছে। খারকিভের সাবওয়ে বন্ধ হয়ে যায়।

এখন পর্যন্ত শুধু পোলতাভাতে বিদ্যুৎ ফিরিয়ে আনা গেছে। বাকি অংশ স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে ইউক্রেন।