আগামীকাল সোমবার ১২ সেপ্টেম্বর,২০২২ইং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, চট্টগ্রাম বিভাগের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন বিকাল ৩টায় নগরীর সিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
উক্ত কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উদ্বোধনী বক্তব্য রাখবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ আবদুল্লাহ আল নোমান, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরুল ইসলাম নাছিম, প্রধান বক্তার বক্তব্য রাখবেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন, বিশেষ বক্তার বক্তব্য রাখবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিন সহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন জেলা সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখবেন। কাউন্সিল ও সম্মেলনের সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম নাজিম উদ্দিন।
উক্ত কাউন্সিল ও সম্মেলন সফল করার জন্য চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সর্বস্তরের নেতাকর্মীদের আহবান করা যাচ্ছে।
সাক্ষরিত:
শেখ নুরউল্লাহ বাহার
সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল,
চট্টগ্রাম বিভাগ।
আমন্ত্রণ পত্র
প্রিয় সাংবাদিকবৃন্দ
আসসালামু আলাইকুম
সংগ্রামী শুভেচ্ছা রইল,
আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে’ আগামীকাল সোমবার ১২ সেপ্টেম্বর,২০২২ইং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, চট্টগ্রাম বিভাগের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন বিকাল ৩টায় নগরীর সিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
কাউন্সিল ও সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার জাতীয়তাবাদী শ্রমিক দলের সভপিতি/ সাধারন সম্পাদক বক্তব্য রাখবেন।
উক্ত কাউন্সিল ও সম্মেলনের সংবাদ সংগ্রহের জন্যে আপনার টিভি/পত্রিকা/অনলাইন পত্রিকা থেকে একজন রিপোর্টার ও ফটো সাংবাদিক/ক্যামেরা পার্সন প্রেরণের জন্য অনুরোধ করছি।









