বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন চবির ডিনরা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন অনুষদের ডিনরা।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।


এ সময় উপস্থিত ছিলেন চবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দীন নিজামী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম হাসান, আইন অনুষদের ডিন অধ্যাপক আব্দুল্লাহ আল ফারুক, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদ হোসেন।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, গত মার্চ মাসে ডিন নির্বাচন হওয়ার পরপরই আমাদের পরিকল্পনা ছিল বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আসবো। তবে ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন ব্যস্ততার কারণে তখন আসা হয়নি। আজ আমরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছি। আটজন ডিনের মধ্যে দুইজন ব্যস্ততার কারণে আসতে পারেননি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ লালন করেই আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি। তিনি ছিলেন বাংলার মানুষের পথিকৃৎ। আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় ছুটে আসা।