রাঙমাটির নানিয়ারচরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ৭ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার বগাছড়ির বাসিন্দা মানিক উল্লার পুত্র মো. সেলিম (৩০), হাফিজ উদ্দিনের পুত্র মো. কাদের (৪৬), খাগড়াছড়ির জেলার গুইমারার রইছ মিয়ার পুত্র আবদুল মান্নান (২৪), নুর হোসেনের পুত্র জাকারিয়া শেখ (২৪), শাহজাহান মোল্লার ছেলে রতন মোল্লা (২২), মো. রফিকুল ইসলামের ছেলে মোস্তফা কামাল সাদ্দাম (২৬) ও মো. আবুল হাশেমের ছেলে মো. মোশের্দ আলী (২২)।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বগাছড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, নানিয়ারচর থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে বগাছড়ি নামক এলাকায় গাড়িতে গরু নিয়ে যাওয়ার সময় ৭ যুবককে স্থানীয়রা আটক করে। পরে তাদের নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার জানান, গ্রেপ্তার যুবকরা নানিয়ারচর ও বিভিন্ন এলাকায় বিভিন্ন গবাদি পশু চুরি করে আসছিল। দীর্ঘদিন ধরে তারা এ কাজের সাথে জড়িত। আমরা একটি গরু এবং একটি পিকআপ জব্দ করেছি। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।