বোয়ালখালীতে গ্রিল কেটে মসজিদের মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোর

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে মসজিদের গ্রিল কেটে চুরি ঘটনা ঘটেছে। এতে খোয়া গেছে মসজিদের মাইকের মেশিন, মাইক্রোফোন, ব্যাটারী ও আইপিএসসহ মূল্যবান সামগ্রী। ৩১ আগস্ট, বুধবার ভোরে বোয়ালখালী পৗরসভার ৬নং ওয়ার্ড বহদ্দার পাড়া জামে মসজিদে এ চুরি ঘটনা ঘটেছে। মুয়াজ্জিন মাওলানা রফিকুল ইসলাম জানান, ফজরের আযান দিতে গিয়ে মসজিদের গ্রিল কাটা দেখতে পাই এবং মাইক্রোফোনসহ মাইকের বিভিন্ন সামগ্রী মসজিদে দেখতে না পেয়ে এলাকার লোকজনকে বিষয়টি জানানো হয়েছে। চোরের দল মসজিদের আইপিএস, ব্যাটারী, মাইকের মেশিনসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. গোলাম হোসেন। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, অভিযোগ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।