রাজু আহমেদ হত্যার রহস্য উৎঘটন

মাদক ব্যবসায়ীদের ভুল টার্গেটে চট্টগ্রামের ডবলমুরিং থানার হাজিপাড়ায় নিরীহ রিকশা চালক রাজু আহম্মদ (২০) খুন হয়েছে। হত্যাকান্ডের পর পুলিশের হাতে গ্রেফতার হওয়া খুনি চক্রের ৮ সদস্য চাঞ্চল্যকর এই তথ্য দিয়েছে বলে পুলিশ জানায়।

আজ বৃহস্পতিবার সিএমপির দামপাড়া পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রাজু আহমেদ হত্যার রহস্য উৎঘটনের এই তথ্য জানান সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম।

গ্রেফতারকৃতরা হল- শিমুল দাশ (২০), তানভির হোসেন প্রকাশ সিফাত (১৮), মো. সুজন প্রকাশ মধু (১৮), মো. রাকিব হোসেন প্রকাশ শাহ রাকিব (১৮), মো. নুর নবী (১৮), মেহেদী হাসান রুবেল (১৮), ওসমান হায়দার কিরন (১৮) ও সেলিনা আক্তার সেলি (৪৫)।

গত ১৪ মে ভোরে ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় রিকশা চালক রাজু আহমদকে বাসায় ঘুমন্ত অবস্থায় কুপিয়ে জখম করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজু।