অপু খুবই আশাবাদী

‘আজকের শর্টকার্ট’ সিনেমার প্রচারে এখন কলকাতায় ব্যস্ত সময় পার করছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সিনেমাটি মুক্তি পাবে ১৬ই সেপ্টেম্বর। দেশে সিনেমার প্রচারে অভিজ্ঞতা থাকলেও দেশের বাইরে এবারই প্রথম সিনেমার প্রচারে রয়েছেন অপু। কলকাতা থেকেই অপু জানিয়েছেন, সিনেমার প্রচারে নতুন নতুন জায়গায় যাচ্ছেন, অনেকের সঙ্গে কথা বলছেন। অপু বিশ্বাস আরও জানান, যেখানেই যাচ্ছেন সবাই খুব সুন্দর করে তাকে আপন করে নিচ্ছেন। সিনেমাটি নিয়েও অপু খুবই আশাবাদী। ভালো একটি কাজ হয়েছে বলেই তার বিশ্বাস। এমনকি প্রচারের সময়ও অনেকেই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়েছেন বলে জানান তিনি। ২০১৯ সালে ‘শর্টকার্ট’ সিনেমার শুটিং শেষ হয়। ২০২০ সালে সিনেমাটি মুক্তির কথা থাকলেও তা হয়নি।

নায়িকার অনুরোধেই নাকি সিনেমা মুক্তির তারিখ পিছিয়েছে। অপুর প্রতি সম্মান রেখে পরিচালক ছবিটির মুক্তি আটকে রেখেছিলেন। অপু বলেন, ছবির প্রযোজক ও পরিচালকের প্রতি কৃতজ্ঞ আমি। কলকাতায় মুক্তির পর আমদানির মাধ্যমে বাংলাদেশে মুক্তি দেয়া হবে এই সিনেমা। এদিকে ২৫শে আগস্ট দেশে ফেরার কথা অপু বিশ্বাসের। নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প থেকে ‘আজকের শর্টকার্ট’ ছবিটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। চিত্রনাট্য পরিচালকের নিজেরই। সিনেমায় আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তীসহ আরও অনেক গুণী অভিনেতা।