ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ কাঠ জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি:: হাটহাজারী সদরের একটি সমিলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ কাঠ জব্দ করেছেন। সোমবার (২২ আগস্ট) সকালের দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে সদরের বাস স্টেশন এলাকার একটি সমিলে অভিযান চালিয়ে নিয়মবর্হিভুত উপায়ে বন থেকে কাটা বেশ কিছু অবৈধ কাঠ জব্দ করেন ভ্রাম্যমান আদালত। এসময় অবৈধ কাঠ পরিবহনের অপরাধে আলমগীর নামে এক ব্যক্তিকে বন আইন ১৯২৭ এর ২৬(১ক) ধারায় দোষী সাব্যস্থ করে ২০ হাজার টাকা জরিমানাও করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম। পরে জব্দ করা কাঠগুলো হাটহাজারী বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহিদুল আলম গণমাধ্যমকর্মীদের জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।