এক ঘণ্টার অভিযানে ‘ব্ল্যাক আউট’ রাঙ্গুনিয়া উপজেলা

রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এছাড়াও ৬টি দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট ও আলোকসজ্জা বন্ধ রাখা সংক্রান্ত সরকারি নির্দেশনা অমান্য করায় ৫টি দোকান মালিককে জরিমানা ও অন্য দোকান মালিককে সতর্ক করা হয়েছে।

জানা গেছে, উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এ সাঁড়াশি অভিযানে ৫টি মামলায় ৫ জন দোকানিকে ১৯ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এসময় অতিরিক্ত আলোকসজ্জা ও রাত ৮টার পর দোকান খোলা রাখার অপরাধে শান্তিরহাট এলাকার ইউনিয়ন ইলেক্ট্রনিক্সের মালিক আজগর আলীকে ২ হাজার টাকা, পোমরা এলাকার রিয়াদ এণ্টারপ্রাইজের মালিককে ২ হাজার টাকা, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও এলাকার বিসমিল্লাহ স্টোর মালিককে ৩ হাজার টাকা, নূরজাহান স্টোরের মালিক মো. কামাল উদ্দীনকে ২ হাজার টাকা, রোয়াজারহাট বাজার এলাকার মক্কা ইলেক্ট্রনিক্সকে ১০ হাজার টাকাসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৬টি দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে জানতে পেরে উপজেলার রাঙ্গুনিয়া-কাপ্তাই সড়কের দুপাশের সকল দোকান, মার্কেট বন্ধ হয়ে যায়। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। সকলকে আইন মেনে যথাসময়ে দোকান বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি।