বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আরও দুই জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরের কক্সবাজার নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় হোসেন (২৮) ও নুরুল ইসলাম (৩৫) নামে আরও দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নিখোঁজ ২ জেলের মৃতদেহ উদ্ধার করে স্থানীয় জেলে ও তাদের স্বজনরা। তারা কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা।

এ নিয়ে ২ দিনে ট্রলারডুবির ঘটনায় ৭ জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। খোরশেদ আলম নামের অপর এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস এ তথ্য জানান।

এর আগে সকালে হোসেন আহমদ (৪২), আজিজুল হক (৩২) ও মো. আবছার (২২) নামের ৩ জেলের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, শনিবার (২০ আগস্ট) বিকেলে তৈয়ব ও সাইফুল নামে ২ জেলের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ট্রলারডুবিতে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর ১১ জন জেলেকে জীবিত ‍উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন।