কক্সবাজারে বাইক চোরচক্রের প্রধানসহ ২ জন ধরা

কক্সবাজারের টেকপাড়ায় মোটরসাইকেল চোরচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হল- চোরচক্রের প্রধান মেসবাহুল হক মুন্না (২৬) ও তার সহযোগী ইব্রাহিম খলিল (২৬)। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ আগস্ট) লিংকরোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মুন্না টেকপাড়া এলাকার মোস্তফা কামালের ছেলে ও ইব্রাহিম সাহিত্যিকাপল্লী এলাকার আব্দুর রশিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন।

তিনি জানান, ফরহাদ উদ্দিন নামে একব্যক্তি ঈদগাঁওয়ের বঙ্কিমবাজার ডিসিরোড এলাকার একটি ভবনে ভাড়া থাকেন। গত ১৫ আগস্ট রাতে মোটরসাইকেলটি পার্কিং থেকে চুরি হয়ে যায়। পরে তিনি ঈদগাঁও থানায় একটি মামলা করেন।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে মোটরসাইকেলটি চুরির প্রমাণ পাওয়া যায়। পরে লিংকরোড এলাকায় অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মুন্না ও ইব্রাহিম খলিলকে আটক করা হয়।
গ্রেপ্তার আসামিদের ঈদগাঁও থানায় হন্তান্তর করা হয়েছে।