জলদস্যুর ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে চাচা ভাতিজার মৃত্যু

জলদস্যুর ভয়ে ভোলার চরফ্যাসনের মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার মাঝি।

শনিবার (২০ আগস্ট) রাতে মেঘনার বয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। রাত ২টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃতরা হলেন- চরফ্যাসন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের মিজান ও তার ভাতিজা রাব্বি।

স্থানীয়রা জানান, রাতে মেঘনার বয়ার চর এলাকায় জাল ফেলে অপেক্ষা করছিলেন মিজান মাঝির ট্রলারের ছয় মাঝি মাল্লা। রাত ৯টার দিকে লাঠি ও দেশীয় অস্ত্রহাতে অপর একটি ট্রলার তাদের ওপর হামলা করে জলদস্যু। এ সময় ভয়ে মিজান মাঝি ও তার ভাতিজা রাব্বি নদীতে ঝাঁপ দেন। স্রোতের টানে জালে পেঁচিয়ে দুজনের মৃত্যু হয়।

হামলায় ওই ট্রলারের অপর চার জেলেও আহত হন। পরে অন্য জেলেদের সহায়তায় দুজনের মরদেহ উদ্ধার করে রাত ২টায় খাজুর গাছিয়া ঘাটে ফিরে আসেন আহত জেলেরা। খবর পেয়ে পুলিশ মরদেহ তাদের হেফাজতে নেয়।

শশীভুষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।