কক্সবাজারের ঈদগাঁও বাজারে লাইসেন্স বিহীন অস্বাস্থ্যকর পরিবেশে হাসপাতাল পরিচালনা করার বিরুদ্ধে শনিবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ঈদগাঁও ফিজিওথেরাপি সেন্টারকে ৩০ হাজার টাকা, ঈদগাঁও মা ও শিশু ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, হাড় ভাঙ্গা ও জোড়া রোগের কথিত চিকিৎসককে ২৫ হাজার টাকা এবং জমজম হাসপাতালকে ২ লাখ টাকা সহ মোট ৩,০৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর এবং ঈদগাঁও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
বাড়ি আমাদের চট্টগ্রাম কক্সবাজার ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমান আদায়











