ঈদগাঁও বাজারে অভিযান, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

কক্সবাজার সদরের বৃহত্তম বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৫ মে বুধবার বিকালে কক্সবাজার সদর ভুমি কর্মকর্তা সহকারী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ মালামাল, মুল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান গুলো হচ্ছে কাজল পালের মুদির দোকান ৩০ হাজার, অহিদুল ইসলামের ফার্মেসী ৩০ হাজার, জাফর আলমের দোকান ১০ হাজার, রহমত উল্লাহ’র দোকান ১০ হাজার,মোহাম্মদ আইয়ুবের রাসিব স্টোরে ৫০ হাজার টাকা । এছাড়া ফুটপাত দখল করে ভাসমান দোকান গুলো উচ্ছেদ করা হয়। অভিযানের সময় অন্যন্যা ব্যবসায়ী, অবৈধ ভাবে গড়ে তোলা যানবাহন পার্কিং, ফুটপাত দখল কারীদের সতর্ক করা হয়েছে । ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার মুক্তার জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা ব্যাপী বাজার মনিটরিং এর অংশ বিশেষে ঈদগাঁও বাজারে অভিযান চালানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।