চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরির্দশন করলেন মেয়র

চট্টগ্রাম নগরে সরকারের চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন । তিনি আজ রবিবার দিনব্যাপী চট্টগ্রামের সেবাধর্মী প্রতিষ্ঠান সমুহের গৃহীত মেগাপ্রকল্প ও চসিক প্রকল্পের কাজ সরেজমিনে দেখেন। পরিদর্শনের অংশ হিসেবে মেয়র প্রথমে নাসিরাবাদে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের আওতায় রিজারভার,পানি ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও বুষ্টার ষ্টেশন পরিদর্শন করেন । এরপর মেয়র চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ঢাকা ট্রাঙ্ক রোড থেকে বায়েজিদ বোস্তামী রোড, ,ফৌজদার হাট থেকে কর্ণফূলী ট্যানেল এবং কর্ণফুলী নদীর তলদেশে ট্যানেলসহ চসিকের বাস্তবায়নাধীন একসেস রোড ও পোর্ট কানেকটিং রোডের উন্নয়ন কাজ সরেজমিনে প্রত্যক্ষ করেন। এসময় মেয়রের সাথে চসিক কাউন্সিলর এইচ এম সোহেল,শৈবাল দাশ সুমন,এ.এফ.কবির আহমেদ মানিক,চউকের প্রধান প্রকৌশলী মোহাম্মদ জসীম উদ্দিন, চসিক এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক এবং রাজনীতিক সুমন দেবনাথসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মেয়র কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন বর্তমান সরকারের উন্নয়ন চট্টগ্রামের চেহেরা পাল্টে দিয়েছে। অতীতে কোনো সরকারের আমলে চট্টগ্রামে এতো উন্নয়ন হয়নি। জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রামের প্রতি আলাদা ভালবাসার কারণে এতো উন্নয়ন সম্ভব হয়েছে । চলমান প্রকল্পগুলো কাজ শেষ হলে পুরো চট্টগ্রামের চেহারা পাল্টে যাবে।
পরিদর্শনকালে তিনি কাজের গুনগত মান অক্ষুন্ন রাখতে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও ঠিকাদারী প্রতিষ্ঠান কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।