কক্সবাজারে ১৯ হাজার ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ থেকে ভাড়ায় চালিত গাড়িতে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ছয় মাদক কারবারি কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টার সময় কলাতলী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট পরিচালনা করে ঢাকা মেট্রো ক-১১-৩১৮৯ নাম্বারের মিনি কার তল্লাশি করে। এসময় কারের চালক টেকনাফ থানাধীন মৌলভীপাড়া গ্রামের লোকমান হাকিমের ছেলে রফিক (২৪), নাজিরপাড়া গ্রামের জাফর আলমের ছেলে সৈয়দ নুর (২৬), উত্তর নাজিরপাড়া গ্রামের আব্দু শুকুরের ছেলে সৈয়দ উল্লাহ এবং মৌলভীপাড়া গ্রামের আলী আহমদ এর ছেলে সিদ্দিক (৪০) কে আটক করে গাড়িতে ইয়াবার অস্থিত্ব সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করে,প্রথমে তারা অস্বীকার করে। অভিনব পদ্ধতিতে গাড়িতে ইয়াবা লুকানো আছে এরকম গোয়েন্দা তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য আটককৃতদের সহ গাড়িটি কলাতলি সংলগ্ন স্থানীয় ওয়ার্কসপে নিয়ে মেকানিকের সহায়তায় গাড়ীর বিভিন্ন অংশ খুলে তল্লাশির এক পর্যায়ে গাড়ির নীচে ইয়াবার অস্থিত্ব পাওয়া যায়। এসযময় উপস্থিত লোকজনের সামনে দশটি প্যাকেটে উনিশ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে অনুমান দুপুর ১২ টায় জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৭ লক্ষ টাকা। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত কারটি যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা জব্দ করা হয়। ইয়াবার সন্ধান নিশ্চিত হবার পর তাদের কে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উক্ত ইয়াবা রিসিভ করার জন্য অপেক্ষায় থাকা চক্রের অন্য দুই মাদক ব্যবসায়ী ওসমান (৩০),পিতা- মৃত শাহ আলম,সাং পূর্ব নিজপাড়া,থানা-চকরিয়া এবং ইব্রাহিম (২০),পিতা-ছৈয়দুর রহমান,সাং নোয়াখালীপাড়া,থানা- টেকনাফ দের কে কক্সবাজার শহরের জেল গেট থেকে গ্রেফতার করে ডিবি। সবমিলিয়ে মাদক পাচার চক্রের সাথে জড়িত মোট ছয় জন কে গ্রেফতার করে ডিবি পুলিশ। পাশাপাশি পলাতক আরো কয়েকজন কে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেরিন ড্রাইভে চেকপোস্টে একটি কার আটক করে তল্লাশি করি,প্রথমে আটককৃত গাড়ির চালক এবং মাদক পরিবহন চক্রের অপর সদস্যরা অস্বীকার করলেও স্থানীয় ওয়ার্কসপে কয়েক ঘন্টা তল্লাশি করে গাড়ির নীচে বিশেষ কায়দায় বানানো বক্সে রাখা অবস্থায় ইয়াবার সন্ধান পাওয়া যায়। পরে উপস্থিত লোকজনসহ সাংবাদিকদের সামনে ১৯ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মেরিন ড্রাইভ রোড হয়ে টেকনাফ কক্সবাজার সড়কে চলাচলকারী ভাড়ায় চালিত অনেক গাড়ি যাত্রী পরিবহনের আড়ালে এরকম অভিনভ কায়দায় মাদক পরিবহন করে। এরকম তথ্যের ভিত্তিতেই মূলত আজকে অভিযান পরিচালনা করা হয়।