শুভ জন্মদিন ইলিয়াস বাবর

লেখক, সংগঠক, ব্যাংকার ইলিয়াস বাবর এর জন্মদিনে প্রিয় চট্টগ্রাম পরিবারের শুভ কামনা।

ইলিয়াস বাবর এর বাবা বদরুল আলম, মা নাবিয়া খাতুন। বাশঁখালীর শিলকূপে ১৫ মে ১৯৯১ এ জন্মগ্রহন করেন এ তরূণ।

তার সম্পর্কে কবি কামরুদ্দিন আহমেদ লিখেন –অল্পবয়স থেকে লেখালিখি করছে। বড্ড হিসেবি। পরের টাকা গুনতে গুনতে নষ্ট হয়ে গেলে বলার কিচ্ছু নেই। তবে এখনো চমক দিয়ে সাহিত্যে প্রবেশের জন্য তৈরি হতে দেখা যাচ্ছে । প্রবেশ করলে বোঝা যাবে সাহিত্যের নতুন সম্রাট বাবরকে। সাহিত্যসম্রাট কবি ছিলেন না, বাবর সব্যসাচী, কথাশিল্পী এবং কবি।
বাবরের সাথে যারা লেখালিখি শুরু করছিল তাদের অনেক বই প্রকাশ পেয়েছে কিন্তু বাবর বই করেনি। বই না করেও সে সবার কাছে প্রাসঙ্গিক হচ্ছে। বই প্রকাশ আর কবি, সাহিত্যিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা এক কথা নয় । বাঁশখালীর যে ক’জন তরুণ লেখালিখি করছে, তাদের মধ্য থেকে একজন সম্রাটের আবির্ভাবের প্রতীক্ষা আমাদের। বাঁখালীর সাহিত্যচর্চার নতুন ঐতিহ্যের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না ! আমি অনেকের মধ্যে সেই সম্ভাবনা দেখছি।