জীববিজ্ঞান অনুষদের সামনে অজগর সাপ অবমুক্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই নম্বর গেট এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করা অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১২টার দিকে জীববিজ্ঞান অনুষদের সামনে সাপটি ছেড়ে দেয়া হয়।

রোববার (১২ মে) প্রায় ১৫ ফুট লম্বা ওই অজগর সাপটিকে আহত অবস্থায় উদ্ধার করেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহসান।

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাহাবুবুর রহমান বলেন, আহত সাপটিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে মঙ্গলবার অবমুক্ত করা হয়েছে।