বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে দোকান বসিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রায় ৫০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে রাস্তার ওপর দোকানের অংশ বর্ধিত করায় বাংলাবাজার এলাকার ২৮টি দোকানের প্রত্যেকটির মালিককে ৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ম্যাজিষ্ট্রেটকে সহায়তা করেন।