রাউজানের নিউজ

কাপ্তাই সড়ক পারাপার হওয়ার সময়ে মোটর সাইকেলের ধাক্কায় নিহত

শফিউল আলম রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজান উপজেলায় কাপ্তাই সড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলর ধাক্কায় এস এম নুরুল আবছার (৫৫) নামে ওয়েল গ্রুপের একটি সুতা কারখানার কর্মী নিহত হয়েছেন। গতকাল ৪ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম কাপ্তাই সড়কের নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কমলার দিঘির পাড়ে এই দূর্ঘটনা ঘটে। নিহত আবছার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াডের মোকামি পাড়া গ্রামের মরহুম তফাজ্জল মাস্টারের বাড়ির প্রয়াত আবদুল মোনাফের ছেলে। এই ঘটনায় আহত হয়েছেন ধাক্কা দেওয়া ওই মোটরসাইকেল আরোহি রাঙ্গুনিয়া উপজেলার সরবভাটা ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াডের সিরাজুল ইসলামের ছেলে। রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুর মিয়া বলেন,রাতে ডিউটি শেষে সকাল সাড়ে ৯টায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি আহত হন। পরে নোয়াপাড়া পাইওনিয়র হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জয়নাল আবেদিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রাউজানে উপজেলা নির্বাহীর অফিসারের নাম দিয়ে প্রতারনা
শফিউল আলম,রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলা নির্বাহী অফিসারের নাম দিয়ে ০১৯৫৬-৪৫৬৬১৮৬ মোবাইল নম্বর থেকে রাউজানের প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা পরিচারনা কমিটির সভাপতি শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক , প্রতিটি ইউনিয়নের মেম্বারদের মোবাইল ফোনে ফোন করে শিক্ষা প্রতিষ্টানে ল্যাবটপ দেওয়া হবে বলে জানিয়ে ্। প্রতিটি শিক্ষা প্রতিষ্টান কে ১০ হাজার থেকে ৫ হাজার টাকা নগদ থেকে উপরোক্ত নম্বরে পাঠানের জন্য বলেন। প্রতারকের মোবাইল নম্বর থেকে ডাবুযা ইউনিয়নের মেম্বার ওবাইদুল হক চৌধুরী ও মিটু শীলের মোবাইল নম্বরে ফোন করে তাদের এলাকার প্রাথমিক বিদ্যালয় মার্দ্রাসা প্রধান শিক্ষক ও স্কুর পরিচালনা কমিটির সভাপতি কে জানানোর কথা বলে প্রতারক র্উাজান উপজেলঅ নির্বাহী অফিসার বলে পরিচয় দেয় বলে জানায় ডাবুয়া ইউনিয়নের মেম্বার মিটুশীল ও ওবাইদুল হক টৌধুরী । প্রতারকের ফোন পেয়ে মেম্বার মিটু শীল ও ওবাইদুল হক চৌধুরী তাদের এলাকার প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের ফোন করে বিষয়টি জানান । প্রতারক চক্রের ফোন পেয়ে শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি টাকা নিযে প্রতারকের মোবাইল নম্বরে নগদের মাধ্যমে পাঠানোর জন্য প্রস্তুৃতি নেয় । এই সংবাদ পেয়ে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার । তার ফেইসবুক আইডি থেকে প্রতারকের ব্যবহৃত মোবাইল নম্বরে টাকা না দেওয়ার নিদের্শনা দিয়ে প্রতারকব থেকে সবাইকে সর্তর্ক থাকার অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন । এতে প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পায় । এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের কাঠে ফোন করে জানতে চাইলে উপজেলঅ নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকধার বলেন, আমার নাম দিয়ে ফোন করেছে প্রতারক চক্র । সংবাদ পেয়ে প্রতারক থেকে সর্তক থাকার জন্য ফেইসবুকে পোষ্ট দিয়েছি। এ ব্যাপারে রাউজান থানায় জিডি করা হয়েছে ।