ত্রিপলার নৈপুণ্যে পিএসজির গোলোৎসব

নেইমারের দলবদল নিয়ে চলছে জোর গুঞ্জন। এরইমধ্যে পিএসজির জার্সিতে জ্বলে উঠলেন ব্রাজিলিয়ান তারকা। জোড়া গোলে দলের বড় জয়ে রাখলেন ভূমিকা। নেইমারের সঙ্গে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেও। ত্রিফলার আক্রমণে প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে জাপানের গাম্বা ওসাকাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিসিয়ানরা।

সোমবার রাতে জাপানের প্যানাসোনিক স্টেডিয়ামে পিএসজির সামনে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও লড়েছে স্বাগতিক গাম্বা ওসাকা। ৫১ শতাংশ বল দখলে রেখে সফরকারীদের গোলবারের উদ্দেশ্যে মোট ১৬টি শট নেয় দলটি। যার মধ্যে লক্ষ্যে ছিল ৮টি। অপরদিকে অনুমিতভাবে আধিপত্য দেখায় পিএসজি। ৪৯ শতাংশ বল দখলে রেখে ২৮টি শটের ১৭টি লক্ষ্যে রাখে ফরাসি চ্যাম্পিয়নরা।
২৮তম মিনিটে গোলোৎসবের শুরুটা করেন পাবলো সারাবিয়া। চার মিনিট পর সফল স্পটকিকে ব্যবধান বাড়ান নেইমার।

এর দুই মিনিট পরই এক গোল পরিশোধ করে দেয় গাম্বা ওসাকা। গোলটি করেন লেফট-ব্যাক কেইসুকে কুরোকাওয়া। ৩৭তম মিনিটে ফের ব্যবধান বাড়ায় পিএসজি। স্কোরশিটে নাম তোলেন নুনো মেন্দেজ। দুই মিনিটের ব্যবধানে স্কোরলাইন ৪-১ করেন লিওনেল মেসি।
বিরতি থেকে ফিরে ৬০তম মিনিটে আবার লক্ষ্যভেদ করেন নেইমার। ৭০তম মিনিটে হিরোতো ইয়ামামির নৈপুণ্যে দ্বিতীয় গোলের দেখা পায় গাম্বা ওসাকা। শেষ মুহূর্তে স্কোরশিটে নাম তোলেন কিলিয়ান এমবাপ্পে।
আক্রমণভাগের তিন তারকা একসঙ্গে জ্বলে ওঠায় দারুণ খুশি পিএসজির নতুন কোচ ক্রিস্তফ গালতিয়ে। তিনি বলেন, ‘তিনজনের মধ্যে বোঝপড়া এত মসৃণ হয়ে উঠেছে যে, আশা করছি আসন্ন মৌসুমে সমস্ত দল আমাদের সমীহ করতে বাধ্য হবে। গত বছর চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায়ের স্মৃতি এখনও কেউ ভুলতে পারেননি। এবার আমাদের লক্ষ্য থাকবে ইউরোপের সেরা ক্লাবের সম্মান ছিনিয়ে নেয়া।’
আগামী ১লা আগস্ট ফরাসি কাপ ফাইনালে নঁতের মোকাবিলা করবে পিএসজি। তার আগে যুতসই প্রস্তুতি নেয়া হয়ে গেছে লা প্যারিসিয়ানদের।