সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রীর

বায়েজিদ বোস্তামী লিংক রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে বায়জিদ বোস্তামী লিংক রোডে ট্রলি চাপায় তার মৃত্যু হয়। বাড়ি ফৌজদারহাট এলাকায়।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মেয়েকে নিয়ে মোটরসাইকেলে কলেজ থেকে ফিরছিলেন বাবা। এসময় একটি ট্রলি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই কলেজ ছাত্রীর মৃত্যু হয়। এতে তার বাবাও আহত হন। এসময় তার বাবা বলেন, আমার একমাত্র মেয়ে। তাকে ঘাতক ট্রলি কেড়ে নিয়েছে। আমি কি নিয়ে বাঁচবো।