নগরীতে লোডশেডিং হবে না

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী বলেছেন, চট্টগ্রাম মহানগরে লোডশেডিং হবে না। এজন্যে চট্টগ্রাম মহানগরে বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকা প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া চলছে শীঘ্রই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজে হাত দিবেন।

তিনি প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং এবং এসডিজি বিষয়ে অংশীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শনিবার (১১ মে) বিকেল ৪টায় চট্টগ্রাম সার্কিট হাউসে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।তিনি আরও বলেন, সরকার এখন নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় নারী ও সহায়তা সেল করে দিয়েছে। তাদের কোন সমস্যা হলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে।নুরুল আলম নিজামী বলেন, বর্তমান সরকার বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দিচ্ছে এটা পৃথিবীর অন্য কোন দেশে দেয়না।তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য অফিসার মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে পরিবেশ অধিদপ্তরের পরিচালক হোসাইনুজ্জামান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো শহিদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক অঞ্জনা ভট্টাচার্য প্রমূখ উপস্থিত ছিলেন।