চবি উপাচার্যকে ড. জিনবোধি ভিক্ষু রচিত দুটি গ্রন্থ উপহার প্রদান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু রচিত ‘প্রশ্নোত্তরে বনভন্তে’ ও ‘বিদ্যাব্রতী উমা সেনাপতি জীবন ও সাহিত্যকীর্তি’ শীর্ষক দুটি গ্রন্থের কপি ২১ জুলাই ২০২২ সকাল ১০:০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর নিকট উপহার হিসেবে প্রদান করেন। এ ছাড়াও প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু দেশ-বিদেশের বিভিন্ন সংগঠন ও সংস্থা থেকে প্রাপ্ত বিভিন্ন সম্মাননা স্মারক মাননীয় উপাচার্যের সামনে উপস্থাপন করেন। সম্মাননা স্মারকগুলো হলো- সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য স্বাধীনতা মিডিয়া ভিশন কর্তৃক ‘স্বপ্নের পদ্মা সেতু-স্বাধীনতা মিডিয়া সম্মাননা এ্যাওয়ার্ড-২০২২’, গবেষণায় বিশেষ অবদানের জন্য টেলিভিশন রিপোটার্স ইউনিট অব বাংলাদেশ (ট্রাব) কর্তৃক স্বাধীনতার ৫০ বছর ও মুজিববর্ষ উপলক্ষে ‘ট্রাব মিডিয়া সম্মাননা এ্যাওয়ার্ড-২০২২’, আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব ও গবেষক হিসেবে বিশেষ অবদানের জন্য বঙ্গমাতা সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক ‘পদ্মা সেতু সম্মাননা স্মারক-২০২২’, শিক্ষা এবং সামাজিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য কলকাতার প্রগতি বাংলা কর্তৃক ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল পিস এ্যাওয়ার্ড-২০২২’ এবং কলকাতার বাংলা এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক ‘মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ড-২০২২’।
মাননীয় উপাচার্য প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুকে তাঁর রচিত গ্রন্থদ্বয়ের জন্য ধন্যবাদ জানান এবং শিক্ষা ও সমাজসেবায় তাঁর বিশেষ অবদানের জন্য দেশ-বিদেশের বিভিন্ন সংগঠন থেকে এ্যাওয়ার্ড লাভ করায় আন্তরিক অভিনন্দন জানান। মাননীয় উপাচার্য ড. জিনবোধি ভিক্ষুকে তাঁর লেখনীসহ সমাজসেবা মূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।