চট্টগ্রাম নগরীর বাকুলিয়া এলাকায় ভাইকে না পেয়ে ঘরে ঢুকে বোনকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার সাথে জড়িত থাকার দায়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন হত্যার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেনি। তিনি জানান একটি মার্ডার হয়েছে। আমরা অপারেশনে আছি। পরে বিস্তারিত বলতে পারবো।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা রাতে স্থানীয় এক যুবককে মারতে গিয়ে বাসায় তাঁকে না পেয়ে বোনকে গুলি করে হত্যা করেছে।