ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের নির্দেশ বাস্তবায়ন না করতে নিরাপত্তা রক্ষাকারীদের প্রতি আহ্বান শরত ফনসেকার

ঘোষিত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহের কোনো নির্দেশ বাস্তবায়ন না করতে নিরাপত্তা রক্ষাকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার সাবেক ফিল্ড মার্শাল শরত ফনসেকা। তিনি বলেছেন, তার নির্দেশ বাস্তবায়ন হবে অসাংবিধানিক ও বেআইনি। কারণ, তিনি নিজেই নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন ফনসেকা। এতে তিনি আরও বলেন, চারদিকে খবর ছড়িয়ে পড়েছে যে, নিরাপত্তা রক্ষাকারীদেরকে গুলি করার নির্দেশ দেয়া হয়েছে। এর ফলে বেসামরিক জনতা ও নিরাপত্তা রক্ষাকারীদের মধ্যে উত্তেজনা ভয়াবহ আকারে বৃদ্ধি পাবে বলে দাবি তার। তিনি সেনাবাহিনীকে আইনি এবং শৃংখলাবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করে বলেন, তারা যেন নিরস্ত্র জনতার ওপর গুলি না চালায়। তাদের অস্ত্র তাক করা উচিত দুর্নীতিবাজ রাজনীতিকদের বিরুদ্ধে।