অবশেষে পদত্যাগ করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে

অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। তিনি আগামী বুধবার ১৩ই জুলাই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্পিকার মাহিন্দ ইয়াপা আবেওয়ার্ডেনেকে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। সূত্র অনুযায়ী, প্রাইভেট যোগাযোগের মাধ্যমে তিনি স্পিকারের সঙ্গে কথা বলেছেন। এ সময়ে বুধবার পর্যন্ত সময় চেয়েছেন, যাতে তিনি মুলতবি হয়ে থাকা অফিসিয়াল কাজ শেষ করতে পারেন। যদি বুধবার প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহেও পদত্যাগ করেন, তাহলে ৩০ দিনের জন্য প্রেসিডেন্ট নির্বাচন করবেন স্পিকার। এ সময়ের মধ্যে একজন প্রেসিডেন্ট নির্বাচন করবে পার্লামেন্ট। উল্লেখ্য, জনরোষের মুখে গতকাল সরকারি বাসভবন থেকে পালিয়ে যান প্রেসিডেন্ট গোটাবাইয়া। তবে সরকারি ভাষ্য অনুযায়ী, তাকে উদ্ধার করা হয়েছে।