কিছুটা কমেছে পিয়াজের দাম

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে পিয়াজের দাম কিছুটা কমেছে। এছাড়া অধিকাংশ খাদ্যপণ্য বিক্রি হচ্ছে পূর্বের মূল্যে। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পিয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

সপ্তাহের ব্যবধানে পিয়াজের দাম কিছুটা কমলেও আগের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। গত সপ্তাহে দাম বেড়ে প্রতিকেজি আলু বিক্রি হয় ৩০ টাকা, এখনো ওই দামেই বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগির কেজি ১৪৫ থেকে ১৫০ টাকা। পাকিস্তানি কক বা সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা।

এক কেজি গাজর বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা, টমেটো কেজি ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৫০ থেকে ৬০ টাকা, বেগুনের ৪০ থেকে ৫০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, কাঁকরোল ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা পেঁপে ২৫ থেকে ৩০ টাকা।

এছাড়া পটল, ঢেঁড়স, ঝিঙে, চিচিঙ্গার কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। কচুর লতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। সপ্তাহের ব্যবধানে এ সবজিগুলোর দাম অপরিবর্তিত রয়েছে।